তু্মি যদি একবারও বল যে
” না আমি তোমাকে ভালোবাসি না ”
…শুধু এই একটা কথাই কিন্তু যথেষ্ট!
বিনিময়ে এক নিঃশ্বাসে পুরো
পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে
ছারখার করে দেওয়া যায়।
তছনছ করে দেওয়া যায়,
জগতের সব সুর ছন্দ তাল।
এক থাবায় ছিনিয়ে নেওয়া যায়,
মুঠো খুলে ফুঁ দিয়ে তা আবার
উড়িয়েও দেওয়া যায়!
রাতারাতি আকাশে উড়তে পারে
সব ভয়াবহ প্রেমের কবিতা,
সর্বনাশা সব বিরহের কবিতা,
তীব্র পাওয়া না পাওয়ার কবিতা…
অর্থহীন সৃষ্টি ধ্বংসের কবিতা ।।
ধ্বংস?
হ্যাঁ, আমি ধ্বংস হয়ে
যেতে পারতাম,
অথচ আমি এখন সৃষ্টির
খেলায় মেতে উঠেছি
মৃত্যুর দোর গোড়ায় দাঁড়িয়ে
এই অর্থহীন জীবনটাকেও
আমার কাছে ভয়াবহ অর্থবহ
মনে হয়েছে…
মনে হয়েছে যখন তুমি বেঁচে আছো,
তবে আমিও আছি,
একই পৃথিবীর বুকে নিঃশ্বাস নিচ্ছি.
ইচ্ছে করলেই তোমাকে নিয়ে কবিতা লিখছি ..
আবার খাতাগুলি সোনালি
শস্যের মতো কবিতায়
ভরেও উঠতে পারে।
তোমার বাড়ির দরজায় প্রতীক্ষায়
দাঁড়িয়ে থাকছি…
কি অসীম প্রয়াস
এক জনম বেঁচে থাকার জন্য
এই কি যথেষ্ট নয় ?
আমি বিদায় নিতে পারতাম ,
শেষ পর্যন্ত নিতে পারলাম না
শেষ পর্যন্ত অতটা সাহসী হয়ে
উঠতে পারলাম না আমি ।।
শেষ পর্যন্ত অতটা নির্মম হয়ে
উঠতে পারলাম না আমি ।
তাছাড়া যারা ভালোবাসে
তারা তো আর রাতারাতি
খুনি হয়ে উঠতে পারে না!