ভেবেছিলাম ভালোবাসার রাজপ্রাসাদ গড়বো
তাই আমার স্বপ্নগুলোকে একটু একটু করে
সংগ্রহ করে ভালোবাসার ছাঁচে ফেলে ইঁট বানালাম
সেগুলো যখন তোমাকে দিতে গেলাম
তুমি ফিরেও তাকালে না ,ছুঁড়ে ফেলে দিলে মাটিতে !
আর আমার স্বপ্ন দিয়ে গড়া ভালোবাসার পরশ মাখানো ইঁটগুলো মাটিতে পড়ে ছড়িয়ে ছিটিয়ে গেল।
কাছে গিয়ে দেখি, একি!
এগুলো যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে
অনেক কষ্ট করে সেগুলো আবার সংগ্রহ করে
নতুন করে জোড়া লাগাতে গিয়ে দেখলাম
কিছুতেই আর জোড়া লাগানো যাচ্ছে না এগুলো
সত্যিই আমি জানিনা, কতটা তাপমাত্রায় পোড়ালে
আমার ইঁটগুলো শক্ত পোক্ত হতো
তবে বুঝলাম যা একবার ভেঙ্গে যায়
তা আর কখনো জোড়া লাগানো যায় না
যদিও বা জোড়া লাগে তবে তার দাগ কিন্তু একটা থেকেই যায়
তাই ভালোবাসার রাজপ্রাসাদ গড়ার স্বপ্ন দেখা
আমি ছেড়ে দিয়েছি।
অসাধারণ লেখনী সুপ্রিয় কবি, এক কথায় অনবদ্য কবিতা সুধী, কবিতা পাঠ করে মুগ্ধ, শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️???