একটা পাখি ঐ আকাশে মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে
গান করছে, মেঘেদের সাথে খেলা করছে
কত সুখী ও
কি যে সুন্দর লাগছে পাখিটাকে,
তোমার খুব ভালো লেগেছে তাই তুমি ওকে নিজের
কাছে রেখে দিতে চাও
সোনার খাঁচায় সোনার শিকল পরিয়ে খুব যত্ন করে
রাখতে চাও।
তুমি বলেছো ওকে তুমি সব কিছু দিয়ে ভরিয়ে দেবে
বিনিময়ে ও তোমার মন ভোলাবে ।
তুমি ভাবছো তোমার এই চাওয়াতেই বুঝি
ও ভালো থাকবে, খুশিতে থাকবে।
আচ্ছা! একবারও ঐ পাখিটার কথা ভেবেছো!
ও কি চায় !
ওর ভালো লাগা, খারাপ লাগা আছে কি না !
ও কি তোমার ঐ সোনার খাঁচায় সোনার শিকল পরে
মনের আনন্দে গান করতে পারবে!
তাই বলে তুমি ওকে ভালোবাসবেনা তা নয় ;
তুমি ওকে যত ভালোবাসবে দেখো ঠিক ততটাই
ভালোবাসা তুমি ওর কাছ থেকে পাবে
শুধু তুমি ওকে বন্দী করে রেখো না
ওকে উড়তে দাও খোলা আকাশে
গান করতে দাও মনের আনন্দে।
ভালোবাসার টানে ও ঠিক তোমার কাছেই ফিরে আসবে
তোমাকেই ভালোবাসবে।
যদি তুমি ওকে বন্দী করে রাখো তবে একদিন ঠিক ও
তোমার শিকল খুলে উড়ে যাবে
আর কোনদিন ফিরে আসবে না ।
তাই তুমি ওকে ভালোবাসার বন্ধনে বাঁধো
সোনার শিকলে না।
ও ঠিক তোমারই থাকবে
শুধু তোমার…….