ভালোবাসা দিলে ভালোবাসা মিলে
পড়ে কবির লেখায়,
সেই থেকে হৃদয় উচাটনে রয়
শুধু প্রেমের নেশায়।
ফাগুনের বেলা সুবাসের মেলা
গোলাপ বাগে ভরেছে,
দিলরুবা হাসি মধু যেন রাশি
মোরে দিবানা করেছে।
অনুরাগে ভরে দিলো হাতে ধরে
অরূপ কুঁড়ি আমারে,
সোহাগী পরশে মনের হরষে
জড়ায়ে নেই তাহারে।
অনুপম সুখে পুলকিত মুখে
খুশির সুরে ভাসিয়া,
অপলকে আঁখি সুধা মনে মাখি
মুখ পানে যে চাহিয়া।
বেতস লতিকা পরাণ যুথিকা
লাজুক হেসে কহে,
ভালোবাসা থরে গোলাপেতে ভরে
প্রেমে অমর রহে।