প্রতিটি দিন হোক ভালোবাসার দিন।
প্রতিদিন হোক চুম্বন দিবস!
“কেউ কথা রাখে নি” তবুও ফিরে ফিরে আসুক প্রমিস দিবস!
কল্পনায় সাত রাঙা রামধনু চুমু তোমার কায়া জুড়ে গাল ,ঠোঁট, চোখ,চিবুক ছুঁয়ে নেমে আসে আমার বুকে,বন্ধ দ্বারের কপাট জুড়ে।
যেমন করে চাঁদের আলো গাছের সবুজ পাতায় স্বপ্ন বুনে,বাসা বাঁধে। বুনো ফুলের গন্ধের সাথে রাতের গন্ধ মেশে!
কুর্চি ফুলের গন্ধ মিশে যায় জোছনায়!
রোজ রাত গভীর হলে আমার চোখের পাতায় স্বপ্নেরা ভিড় করে আসে তোমায় ভেবে!
আজকাল,তোমাকে ভালোবাসতে গেলে,ছুঁতে হলে, আমার আর তোমাকে প্রয়োজন হয় না!
মেঘের বিছানায় চাঁদের আলোয় তোমাতে মিশে যাই। রাতের তারারা তখন বাসর জাগে!
আচ্ছা,আমি তোমার কাছে কী?
তোমার নাম কী?
আমার নাম কী?
আমি কেউ নই, আমার নাম ইশক্।
নীল ইশক্!
আর তুমি আমার খুদা!
জ্যোৎস্নায় ভরা পৃথিবীর বুকে চাঁদ। আবার টলটলে নদীর বুকেও ভাসমান চাঁদ!
সবকিছু কতো সুন্দর! তবুও এই বীর পুরুষদের দেশে কোনও কোন মেয়ে অভাগী হয়ে আসে!
“সৌন্দর্য এক্কেবারে বুকের মধ্যে বাস করলেও সেই সৌন্দর্যের কোন দাবি থাকে না তাদের।”
আঁজলা গলে চুঁইয়ে ভালোবাসার আলো ঝরে!
ভালোবাসা সকলেই বোঝে।
আসলে ভালোবাসার মানে খুব কম মানুষই বোঝে।।