আবছায়া অনুমান ছিল জানো!
ভালবাসা নাকি পারিজাত যথা
নির্যাসে ছেয়ে যায় সুরভিত অন্তরাত্মা!
শুনেছি, ভালবাসলে নাকি বুক ধক্ ধক্
জিভ-তালু সব শুকিয়ে কাঠ ঠক্ ঠক্
নিঃশ্বাসে —-দমবন্ধ সন্ত্রাস কম্পন !
ভালবাসার চালচিত্রই নাকি এমন!
বুঝিনি এতোসব ভারী ভারী কথা
সে ই এত্তোটুকুনি মেয়েবেলা য়
তাই বুঝি গো পেলাম ব্যথা
যখন, ডুব দিলো মন ভালবাসায় !
ততোদিনে———-বেশ বুঝে গেছি
ভালবাসার সমীকরণ
স্বরবর্ণে মরলো খুঁজে
উপমাতে মজলো মন
ধোঁয়াশা আর রইলো নাতো কিছু
মন ছুটছে মনের পিছু পিছু
ঘুচে যাক্ যতো ক্লেশ —ব্যথা
জ্যোৎস্নার স্নিগ্ধতায় বুঝে গেছি —
ভালবাসার কথা—–