ভালোবাসার একটু ছোঁয়া
হৃদয় মাঝে পেতে,
কাঙাল মনে ইচ্ছে থাকে
আকুলতায় মেতে।
প্রেমের পরশ জাগায় হরষ
যেজনে পায় জানে,
আসল প্রেম যে নেই কোথাও
অবোঝ মন কি মানে?
আবাল বৃদ্ধ বনিতা যে
ভালোবাসার জন্যে,
খুঁজে ফিরে পাগলপারা
দিবানিশি হন্যে।
যেদিকে চাই রঙের ফানুস
নেইকো প্রীতি – মায়া,
বৃদ্ধ পিতা মাতা খুঁজে
খানিক শান্তি- ছায়া।
সন্তান হোক বা আপনজনার
ভালোবাসা পেলে,
দুখের মাঝেও স্বস্তি সুখের
আবেশ টুকু মেলে।