এক বুক অভিমান নিয়ে চলে গেছিস তুই—
ভাবিস্ না একা আমি!
আমাদের পনেরো বছরের সম্পর্কের কিছু কথা,কিছু বলা,কিছু না বলা;
কিছু দগদগে ঘা,কিছু শীতল প্রলেপ—
হ্যাঁ শীতলই তো!
স্নেহ আর্দ্র,কিন্তু ভালোবাসার পরশ যে উষ্ণ।
একই দ্বীপের মাঝে সমুদ্রের ব্যবধানে বাস করার চেয়ে বিচ্ছেদ শ্রেয়।
তাই তো সম্মান করেছি চলে যাওয়াকে!
কখনও কোথাও স্বেচ্ছায় হারতেও হয় ভালোবাসাকে।।