করোটি তে আসমান
এক ভ্রুতে সূর্য
অন্য ভ্রুতে চাঁদ
ভ্রু যুগলের মাঝে
নিস্পাপ অপেক্ষা
বুকের বামে নদী
সাজিয়ে রেখেছি
তোমার জন্য
ডানে নীলচে পাহাড়
দুচোখে ঝর্ণা
আঙুলে দিক
প্রশ্বাস জুড়ে
রেখেছি গাঢ় সবুজ
মরুভূমির মায়াবী গন্ধ
ছিঁড়ুক
কোনো একদিন
এসো এ পথে
করোটি তে আসমান
এক ভ্রুতে সূর্য
অন্য ভ্রুতে চাঁদ
ভ্রু যুগলের মাঝে
নিস্পাপ অপেক্ষা
বুকের বামে নদী
সাজিয়ে রেখেছি
তোমার জন্য
ডানে নীলচে পাহাড়
দুচোখে ঝর্ণা
আঙুলে দিক
প্রশ্বাস জুড়ে
রেখেছি গাঢ় সবুজ
মরুভূমির মায়াবী গন্ধ
ছিঁড়ুক
কোনো একদিন
এসো এ পথে