বিমুগ্ধ , তাই আমি চুপ।
নম্রতা আমার ছন্দে, তাই বলে
দুর্বল ভেবো না।
ফুলটুসী পোষার খুব সখ ছিল
পারি নি , পদ্মাপূজার মেলা থেকে
পেলাম সোলার পাখি,
উগ্র গ্রামীণ রঙ আর হাল্কা হাওয়ার দোল।
মন ভরল ।
না এতে ভেবো না কিন্তু , আমি দুর্বল।
একটা স্কার্ট, এখনও সেই বাক্সে
শুয়ে আছে,ছাতাপড়া গন্ধে ।
মেয়েটাকে মনে পড়ে। হাসলে গালে
টোল।
কিন্তু না ? ভেবো না যে, আমি দুর্বল।
রঙঘসা গোলাপি ক্লিপ
আর ভুসোওঠা কলকা কাঁথা
এখনো আছে, সেই অনন্তধামের
ছোট্ট কোঠায়, নয় এও দুর্বলতা!
আমি দুর্বল নই—
তবে দুর্বল হই,
তখন –যখন তোমার অবহেলা পাই।
আমি জানি আজ, অবহেলা-সতীনের
সত্যিকারের নাম
ভালবাসা।