নির্ভীকতায় দুর্বার তুমি সাহসে প্রদীপ্ত
তোমার কর্মে বিপ্লব খুশি ব্রিটিশেরা ক্ষিপ্ত ।
তোমার জন্মে ধন্য হল মেদিনীপুরের গ্রাম
তিন মুঠো খুদে কিনেছিল দিদি সার্থক ক্ষুদিরাম।
অগ্নিযুগের প্রথম শহিদ স্বপ্নে স্বাধীন দেশ
মৃত্যুভয়কে বশ করেছিলে লক্ষ্যে অনিমেষ ।
আত্মত্যাগ দেশপ্রেমের অনুপ্রেরণা তুমি
প্রণাম জানায় স্বাধীন ভারত তোমার চরণ চুমি।
মঞ্চে দাঁড়িয়ে জিজ্ঞাসিলে শেষ প্রশ্নটা যেন
বলোতো তোমরা ‘ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন?
বিস্মিত হল ভারতবাসী স্তম্ভিত ব্রিটিশেরা
ভারত মায়ের দামাল কিশোর ক্ষুদিরাম তুমি সেরা।