ভাবতে ভাবতে হাঁটলে রাস্তা
হোঁচট খাওয়াই সমীচিন,
আঘাত পেলেও ফিরছে না হুঁশ
নামতেও পারে ঘোর দুর্দিন।
এমন দিনে আমসে আমসে
পরিবেশটা খায় ঘুরপাক,
ভূকম্পনে কাঁপে যেন মাটি
বাঁচার জন্য জোর হাঁকডাক।
ভাবনারা যদি রাজপথ জুড়ে
খেলার ছলে ভুলিয়ে রাখে,
আপদ তখন মুচকি হেসে
পাঁকের ভেতর রসিয়ে ডাকে।
তেমন ডাকে অসার হয়ে
ভুলটা না হয় নাই করলাম,
বরং দু চোখ খোলা রেখে
অসর্তকে নাই বা ঝুঁকলাম।
ভাবতে ভাবতে চললে পথ
আশপাশের বিশ্ব বুঝি অন্ধ,
তাইতো গলদ দূর দূর করে
করেই দিলাম দরজা বন্ধ।