দারোগা বাবু লোকটি ভালো
মেজাজ বড় কড়া;
দারোগা বলে সদাই তিনি
ধরাকে ভাবে সরা।
দারোগা বাবু ভীষণ ক্ষাপা
নিজ মর্জি গড়া;
কখনো তিনি রেগে গিয়েই
বলেন নানা ছড়া।
খুনি চোরকে ছড়ার তালে
শাসন করে থাকে;
মনটা দিয়ে না শুনিলেই
মারেন তার টাকে।
জিডি করতে গেলেই কেউ
বলে কিসের তাড়া;
খানিক বসে বলুন দেখি
দোষ করেছে কারা!
চোর ডাকাত সবাই জানে
বড় সাহেব রাগী;
তাদের তিনি ভীষণ মারে
যখন শোনে দাগি।
ভালো হবার কথাটা তিনি
বলেন নানা ছলে;
চোর ডাকাত বুঝতে পারে
পড়েছে ওরা কলে।