যেতে পারে গোপন চিঠি লেখা
কিছু সমস্যা তো আছে সেখানে
ভাবি, যদি চিঠি বেহাত হয়ে যায়
থাকবে না আর কথারা গোপনে।
গোপন চিঠি কবুতরের পায়ে বেঁধে
উড়িয়ে দিলাম কিছু সময় আগে
আয়রণ গরম করে নিও তা সেঁকে
তাতে লেখা নেই দেখে যেওনা রেগে।
আয়রণের গরম তাপে উঠবে ফুটে
সব অক্ষরমালা বাদামি রঙ হয়ে
স্বপ্নগুলো আজও চোখে ভেসে ওঠে
ইচ্ছেগুলো মনে রেখেছি সাজিয়ে।
শ্রাবণের ধারায় দিও সব ভিজিয়ে
পথের বাঁকে যেন না যাই হারিয়ে
ভাবনা হয় কেন যে তোমায় নিয়ে
মহাকাল ডাকে জানি হাতছানি দিয়ে।