কখনো ভাবিনি তো এত আলোয় ভাসব–
কখনো ভাবিনি স্বপ্নের জাল বুনে জাগব!
কত বিনিদ্র রাত কেটে গেছে শূন্য ভাবনায়
কত সুকোমল বৃত্তি হারিয়ে গেছে অজানায়
দূর দিগন্তে রূপকথার পঙ্খীরাজ উড়ে চলে,
রাতফোটা শিউলিরা চুপকথায় কিছু বলে!
অবুঝ মনের হাসিমাখা নরম রোদ্দুর দিশাহারা
কেন জানিনা বারেবারে ভীরু বুকে কড়া নাড়া।
সেদিনের সেই নাবলা কত জমানো ব্যথা—
আজকের নূতন প্রভাতী মেঘের অলৌকিকতা!
হয়ত কবিতা এক লেখা হবে অন্ধ-বিশ্বাসে,
হয়ত গোধূলিবেলা কোথাও যাবে তা ভেসে !!