মনের কথা বলবো কারে আপন কাকে ভাবি
মাঝদরিয়ায় ডুবতে বসে খাচ্ছি দেখো খাবি।
বিশ্বাস করে যাচ্ছি ঠকে বিপদ ঘিরে আছে
ভাইবোনেরা বহু দূরে পাচ্ছি কোথায় কাছে!
সংসারেতে একার জীবন অট্টালিকায় থাকি
মাঝে মধ্যেই খবর নিত দূরসম্পর্কের কাকি।
সবাই বলে বিয়ে করো মনের মানুষ পাবে
সকাল সন্ধ্যা দুটো বেলা কারোর রান্না খাবে।
কথা কিন্তু মন্দ নয় ভাবছি আমি বসে
একাকিত্বের বড় জ্বালা ঘুচাও অঙ্ক কষে।