একটু নুন আর ভাতে ভাত,
জুটুক সবার পাতে ভাত।
চাল যতবার বদল হোক,
পারে না বদলাতে ভাত।
আছড়ে পড়ুক ডালের জল…
আড়াল করো হাতে ভাত
গরিব কবি’র কী আর চাই।
কাব্যি দিনে, রাতে ভাত…
সুগন্ধ ঠিক আকাশ ছোঁয়
ফোটালে ফুটপাতে ভাত
রোজগারও আজ বিষণ্ণ
মিশেছে কান্নাতে ভাত…
এ ওকে ছোঁয় না ঠিকই –
ছুঁয়েছে সব জাতে ভাত।
কাকের আজও অভাব নেই
ছড়ালে রাস্তাতে ভাত –
উঠত ধোঁয়া, আর তুমি
আঙুলে আগলাতে ভাত…
দেখতে একই রকম হয়
কাশীতে মক্কাতে, ভাত
পুরনো চাল বাড়ুক আজ
নতুন কবিতাতে, ভাত…
একটু নুন আর ভাতে ভাত,
জুটুক সবার পাতে ভাত।