রাতের বালিশে দিন ভাঙতে বসি
নিজেকেও
কখনো ভীষণ হালকা
আবার তার উল্টো
লাগে নিজস্ব যাপন
এই ভাঙা শেষ হলে
দু হাত জুড়ে –
মাধবীলতা
ভ্রু যুগলের মধ্যে
দূর্বাঘাস
তাই মরভূমিও
মায়া প্রসব করে
প্রতিটি অঙ্গ
হৃদয় সেজে
নিপুণ ভাবে
ভালোবাসে তোমায়
রাতের বালিশে দিন ভাঙতে বসি
নিজেকেও
কখনো ভীষণ হালকা
আবার তার উল্টো
লাগে নিজস্ব যাপন
এই ভাঙা শেষ হলে
দু হাত জুড়ে –
মাধবীলতা
ভ্রু যুগলের মধ্যে
দূর্বাঘাস
তাই মরভূমিও
মায়া প্রসব করে
প্রতিটি অঙ্গ
হৃদয় সেজে
নিপুণ ভাবে
ভালোবাসে তোমায়