জীবন যাদের দুখের যাপন দুখেই করছে বাস,
কঠিন যুদ্ধে লড়াই করেই বাঁচতে সবার আশ।
একটু সুখের পরশ পাওয়া কপালে নাই যে লেখা,
দিবানিশি খেটে চলেও পায়না ছটাক সুখের দেখা।
ভাগ্য দোষেতে কর্ম বিমুখ অভাব ঘরটা জুড়ে,
ছেলেমেয়ে রয় মলিন মুখেতে ক্ষুধায় পেট পুড়ে।
দুখের ঘরেতে জন্ম তাঁদের সুখটা কোথায় পাবে?
অনাহারে আর অর্ধাহারেই জীবন বুঝিবা যাবে!
কষ্ট যাদের নিত্য সঙ্গী জীবন কপাল পোড়া,
মাথার ঘামটা পায়েতে ফেলেও ভাগ্য যায়না জোড়া।
দুঃখ কষ্ট আষ্টেপৃষ্ঠে জীবন জড়িয়ে রাখে,
তবুও বুকেতে সুখের পরশ পেতে যে স্বপ্ন মাখে।
গড়লো যেজন সুন্দর ধরা দিলেন জীবন খানি,
ভক্তি পুষ্পে চরণ পদ্মে অর্ঘ তাঁকেই দানি।
বিষাদ বিরস দুখের জীবন অবসান করো প্রভু,
হৃদ- মন্দিরে বিরাজিত তুমি ভুলবোনা যেগো কভু।
দুখের পাথার যতোই নামুক থাকলে তুমি যে পাশে,
তমসা সকল দূরে যায় সরে ফুলের সুরভি রাশে।
সুখের দেখাটা নাইবা পেলাম আশীষ তোমার রেখো,
আমার মতন দুখী সকলেরে কৃপার পরশ মেখো।