রোজই পূর্ণ হয় প্রাপ্তির ভাঁড়ার,
উপচে পড়ে কখনও-
অপাঙক্তেয় অনভিপ্রেত দুর্বিষহ কিছু পাওনাগন্ডা,
শুকনো ক্ষতে ভালোবেসে তীব্র আঘাত ছুঁয়ে যায়,
পাঁজরের নীচে জমে আছে সারিবদ্ধ ভঙ্গুর স্মৃতির সূচক,
ভাঙা গড়ার মাঝে উঠে তুমুল আলোড়ন,
নীরবতায় আগলে রাখি ইচ্ছের ছন্দবিহীন ঠিকানা।
প্রতিশ্রুতির ভিজে দেয়ালে পিঠ ঠেকে আবেগের,
অপেক্ষার ভগ্নাংশ প্রহর শেষে প্রাপ্তির ভাগশেষ শূন্য,
নতজানু বিকেল ঠাঁয় দাঁড়িয়ে থাকে জোনাকি আলোপথে,
নির্মাণের ভিতে চাপা পড়ে যায় গোধূলির দীর্ঘশ্বাস,
উপচে পড়া মেকি মুখোশের আড়ালে,
খুঁজে চলি চেনা শব্দের বিলম্বিত লয়……