আঁধার জমিয়ে রাখে একাকীত্বের কান্না,
চুপিসারে জোনাকি টহল দেয় ব্যস্ততার ফাঁকে,
মধ্যস্থতার দাসখতে লেখা থাকে চলার নিগূঢ় মন্ত্র,
গতিশীল জীবন চেপে রাখে কিছু বাস্তব সত্য,
নিখুঁত উচ্চারণে অস্তিত্ব টিকিয়ে চলে দুরন্ত অভিনয়।
প্রাপ্তির পূর্ণতার মাঝে লুকিয়ে থাকে নির্বাক সত্য,
সন্তর্পণে এগিয়ে চলে সমান্তরাল রেখা বরাবর,
মাপকাঠি মানে না বাঁধাধরা কোনো গৎ,
নির্মাণের ভিত গড়ে তোলে ঠুনকো বিশ্বাসে।
আয়নার মুখোমুখি থমকে দাঁড়ায় সময়,
কেউ খেয়াল রাখেনি অবক্ষয়ের ধূসর বলিরেখার,
দলা পাকানো অবসাদে যোজন দূরে আলোর বিন্দু,
বৃত্ত ছাড়িয়ে হিসেবের ভুল অঙ্ক,
ভাগফল শূণ্য ছায়াতলে দোসর হয় একাকীত্ব ।