যখন তোর মনটি ব্যাকুল হয়?
শঙ্কা চাপে, মনে আসে
নানরকম ভয়?
তখন তুই কী করিস মা,
জানা রে নিশ্চয়!
তখন আমি মন্দিরে যাই
পড়ে নতুন শাড়ি
রিকশাতে যাই একাই আমি,
না পেলেও যে গাড়ি!
এ তো উত্তম কথা,
দেবদ্বিজে ভক্তি রাখা
পারিবারিক প্রথা
সেই সে পূজার ছলে
শান্তি মনের মন্ত্রবলে
তখন কেমন মেলে?
আরে না না কাকা!
আমার তখন কর্ম অন্য,
আলাদা আর বাঁকা!
এর ওর চটি জুতো
মিশিয়ে আর ছড়িয়ে দিই
এদিকে ওদিক
করে নানান ছুতো!.
বেরিয়ে এসে দর্শনার্থী
গরুখোঁজা খোঁজে
তাদের আপন পাদুকারই
সঠিক পাটি রোজ হে!
তাদের শঙ্কা মনেরই চাপ দেখে
আমার মনের শঙ্কা ও চাপ
আপনি সে যায় ভেগে!
এটাই আমার নিত্যদিনের পূজা
মন্ত্র পড়ে পূজা দেওয়ার
চেয়ে শস্তা সোজা!
তাদের আপদ দেখি!
তাতেই আমার আনন্দ
তাই এতেই না দিই ফাঁকি!