এখন আর কারও কথায় কখনও
ফিরে আসার কথা মনেই পড়েনা
তবুও কাছে দূরে বা অন্য কোথাও
কোন পরিচিতের কোন সাড়া শব্দ পেলে
কিম্বা পিছু ডাকলে কেউ
এখনও কষ্টে ফিরে তাকাই…
স্মৃতি-ছায়ায় তখন দুলে দুলে ওঠে
এক সম্পর্কের সাঁকো
খোলা আকাশের নীচে ছড়িয়ে পড়ে
উদ্বাস্তু হাওয়ার বিপুল সমারোহ
আর বন-পাখিদের সুরেলা গানে গানে
গায়ে -গতরে জড়ায় এসে আলোর নীরব সোহাগ
আমিএই সব কিছুকেই পিছুটান ভেবে
একটি একটি করে সম্পর্ক ভাঙছি
এখন দিন -রাত্রির অষ্ট প্রহর ব্যাপী
প্রতিটি মুহূর্তই যেন অচেনা ভূবনে আছি
আছি সমস্ত সামাজিকতা ভুলে
সরে আছি এখনও একে অপরের
শারীরিক দূরত্ব নিয়ে
আর মুখোশের আড়ালে শূন্যতার দীর্ঘশ্বাস
পড়ে পড়ে উড়ে উড়ে মিলিয়ে যাচ্ছে
আবারও সেই শূন্যতায়
কাগজের মতো ক্রমশঃ ভাঁজ পড়ে যাওয়া
ওই বিবর্ণ সময়ের দিকে
এখন ফিরে আসার কথা মনেই পড়েনা আর ।