একটা ভয় তাড়া করে
কিসের ভয় ঠিক জানি না,
জানি শুধু সে আছে
সকালে যখন দুধ কিনতে যাই
চশমা না নিলেই একটা ভয় জড়িয়ে আসে
এই বুঝি বাসি দুধের প্যাকেট ধরিয়ে দিল আমায়
ফল কেনার সময়ও তাই, এই বুঝি পচে যাওয়া
ফল কিছু গছিয়ে দিল , একটা একটা করে বেছে নিলেও
সেই বিশ্বাস যেন আসে না কিছুতেই।
মাছ কেনার বেলাও তাই এক ভয় আর অবিশ্বাস দ্রুত গ্রাস করে আমাকে
এভাবেই প্রতি মুহূর্ত একটা ভয় তার ডাল পালা
প্রশমিত করছে আমার ভিতরে।
ট্রাম,বাস,ট্রেনে উঠলেই বুক দুরুদুরু করে
মানিব্যাগ ঠিক আছে ত
আমরা প্রতিনিয়ত অজান্তেই এমন এক একটা
ভয়ের বাতাবরণের ভিতর দিয়ে চলছি
নিজেই জানিনা, আর তার থেকে জন্ম নিচ্ছে
অবিশ্বাস ,এক ভয়ংকর অবিশ্বাস।
কাউকেই আমরা এখন আর বিশ্বাস করি না
আসলে আমরা আমাদেরকেই আজকাল বড্ড ভয় পাচ্ছি।