ধংস লীলায় হইয়া মত্ত
কুটীলের প্রায় ,সাগর ছুটিল ।
ধরাতলে সবে করজোড়ে ডাকে
হে জগন্নাথ,আমি যে ভক্ত ।
কেন হেন লীলা কে বলিবে তায়
গলিত মানবে টানে যন্ত্র দানবে ।
এ যেন জমির পুষ্টিকারক সার
দীনের দয়াল এতো নিষ্ঠুর হয়!
দুই যুগ আগে দেখেছিনু ভাই
নদীর বানেতে ভিটে মাটি ছেড়ে চলে।
কতজন পরে, দেখি নদী তীরে,
মৃতশিশু,বুড়ো ফুলে ঢাই ঢাই।
সাগরের বাণ,সব নেবে কেড়ে,
গাছের গুড়িযে পথের মাঝারে।
কোথা গাছ পড়ে ঘরের ভাঙন,
ক্রন্দন শুধু ,হে দেব বাঁচাও আমারে।
সাগরের বান,সে যে ভয়াবহ
রাখিবে না কিছু,নিঃসাড় দেহ ফেরত পাঠাবে ঙত
তাই যেন রীতি,সাগরের কাছে বিভেদ তো নাই,
তার সাথে মেশে ঘূর্ণাবর্ত,বড়োই অসম অসহ।