সকাল- সাঁঝে ধরার মাঝে চলে জীবন ভেলা,
সময় মাঝি ডাকবে যবে সাঙ্গ হবে খেলা।
জীবন আয়ু থাকতে শুধু সাধ বিলাস কত,
দম ফুরালে ফুস করে যে শূন্যে ধায় তত।
যারে আপন ভাবছো তুমি করছো কতো মায়া,
যাবার বেলা কেউ যাবেনা ছেলে ভগ্নী- জায়া।
ফুলের খাটে চড়বে যবে ধূপ সুবাসে ভরে,
মায়ার মোহে কাঁদবে তারা চোখে অশ্রু ঝরে।
জগতখানি অলীক মায়া মোহের জালে ঘেরা,
আসক্তি ও বাসনা তাই দিচ্ছে শুধু বেড়া।
জীবন ভরে খাটলে শুধু ঘুরে টাকার পিছে,
যাবার বেলা রইবে সব ভাবছো শুধু মিছে।
স্বজনেরা আছে কেবল অর্থ আছে বলে,
কাজ গুছাতে লোভের সনে তোমার পিছে চলে।
জরা ব্যাধি আসলে দেহে কেউ রবে না কাছে,
পরম ধনে খুঁজলে পাবে হৃদমাঝারে আছে।
আয়ুষ্কালে যেকটাদিন ধরায় আছে বাকি,
দুখীজনার সেবার কাজে দিও নাকো ফাঁকি।।
প্রভুর নামে চিত্ত ধামে জ্বলে যদি দীয়া,
সবাই দেবে মান তোমায় ভরবে সুখে হিয়া।