মূহুর্তরা রঙের হাটে
আমার শহর জুড়ে ;
মুখ ডুবিয়ে নিকোটিনে
ভাসছে উজান সুরে ।
অন্ধত্বের দৃষ্টি ফুঁড়ে
লক্ষ্য থাক ঐ লক্ষ্যভেদে ;
সমাজতন্ত্র হারায় কেবল
অপ্রাপ্তির প্রকারভেদে ।
সমাজ জানে ব্যঙ্গ হাসি ,
ঈর্ষা করে নিন্দুকে ।
স্বমহিমায় অটল হলে,
মচকাবে তার সাধ্য কে ?
নারী তুমি সর্বংস্বহা !
পুড়ছো কেবল দিবানিশি !
সহ্যের বাঁধ ভাঙলে পরে ,
দূর্গা হয়ে চালাও অসি ।
পুরুষতন্ত্র যতই গড়ো ,
সৃষ্টি সুখের উৎসবে ;
ওড়াও নিশান দিগন্তে ঐ ,
নেইকো ‘ক্ষুদি’ এই ভবে ।