একটা বিশ্বাসের মালা গলায় পরেছিলাম,
ভেবেছিলাম আগলে রাখবো মানিয়ে নিয়ে
কিংবা নিজের জীবন দিয়ে।
অবিশ্বাসের ঘাত প্রতিঘাতে প্রতিদিন খসে পড়ছিল শুকনো ফুল
শুধু দুহাত দিয়ে আগলে রেখেছিলাম তোমায়,
অপার প্রেমডোরে গাঁথা সেই ফুল শুকাতে দিইনি আমি।
সেদিন ঘুমের মধ্যে তুমিও গেলে ঝরে,
এখন বিশ্বাস’ও আমাকে কেমন যেন অবিশ্বাস করে।
আমি তার মর্যাদা রাখতে পারিনি,
তাইতো ফুলহীন প্রেমডোর গলায় পরে আজ আমি পাগল,
আজ আমি ভবঘুরে।।