মধ্যবিত্ত বেঁচে আছে ভগবান ভরসায় ।
পেটের যন্ত্রণায় জিনট্যাক কিনে খায় ।
আর ধরলে মাথা, স্যারিডন কিনতে যায় ।
জ্বর – সর্দিতে চোখ যদি করে ছল্ ছল্ ,
সেক্ষেত্রে আছে তো, প্যারাসিটামল ।
অরুচিতে ডাইজিন ;
এইভাবেই কাটছে দিন ।
চিন্তা নেই, পেট গড়বড়ে ,
মেট্রোজেল তো রাখাই আছে ঘরে ।
বড় কিছু হয়ে গেলে দেখা যাবে তারপরে ।
ভয় কি এইটুকু হালকা জ্বরে ।
ডাক্তার সবাই ঘরে ঘরে ।
এইভাবে শরীরে ; রোগ বাঁধে ধীরে ধীরে ।
অসহ্য যন্ত্রণায় ; ঘরে শুয়ে কাতরায় ।
তবু ডাক্তার নাহি দেখায় ; সাধ্য কোথায় !
দেখতে দেখতে বয়সটা যখন হয়ে গেল পঞ্চাশ ।
অঙ্গ-প্রত্যঙ্গ বিকল, হাতছাড়া রাস ।
রোগ বাড়তে বাড়তে, এখন আর কিছু করার নেই ।
বাকি জীবনটাও কেটে যাবে ভগবান ভরসাতেই ।