সান্তা বলল,ভাল থেকো
আমি বললাম,বেশ
দু’জনের পথ হলো ভিন্ন , সম্পর্ক হলো শেষ।
শেষ বললেই হয় না তো শেষ
আবার নতুন করে শুরু,
বুকের ভিতর ডাকছে কেমন
গুরু গুরু গুরু।
সান্তা ছিল সান্তার বাড়ি,আমি আমার ঘরে,
আবার আমাদের দেখা হল পঁচিশে ডিসেম্বরে।
সান্তা বলল,ভাল থেকো
আমি বললাম,বেশ
দু’জনের পথ হলো ভিন্ন , সম্পর্ক হলো শেষ।
শেষ বললেই হয় না তো শেষ
আবার নতুন করে শুরু,
বুকের ভিতর ডাকছে কেমন
গুরু গুরু গুরু।
সান্তা ছিল সান্তার বাড়ি,আমি আমার ঘরে,
আবার আমাদের দেখা হল পঁচিশে ডিসেম্বরে।