ব্ল্যাক মোরের ঘোস্ট এর আগমন
পরদিন রাত আটটা তখন । চারদিক নিঝুম ।বাংলোর ঘরে মাঝে মাঝেই লাইট হাউজ এর সার্চ লাইট পড়ছে । দূরের স্ট্রিট লাইটের আলো ছাড়া আর কোন আলো নেই সেখানে । ঘরের ভেতরে মোমের আলো জ্বলছে । বাইরে ঘুটঘুটে আঁধার । বাইরের পাথরের চাতালে আরাম কেদারায় চোখ বুজে বসে আছেন ডক্টর চার্লস । হঠাৎই মনে হল কে যেন বলছে- কেন এসেছ এখানে ? গো ব্যাক্ টু লন্ডন । চোখ খুললেন ডক্টর চার্লস। চারদিকে তাকালেন । দেখলেন, কেউ নেই । সব মনের ভুল। উঠে দাঁড়ালেন তিনি । পাথরে তো কোন কাঁপুনি নেই ? তবে কি হাওয়ায় দুলছে চেয়ার টা? আবার বসে পড়েন চেয়ার এ । ভাবলেন, ডক্টর নাইডু ঠিক কথাই বলেছেন । –আমার মতো পাগলা রা হাওয়া কে ভূত ভেবে বসে আছে ।
আবার আলোর ঝলকানি চোখে পড়ল । আলোর রশ্মিটা সমুদ্রে পড়ল । তখনই দেখলেন একটা জাহাজ দাঁড়িয়ে আছে । তাজ্জব হয়ে গেলেন তিনি । ডলফিন নোজ এর এত কাছে জাহাজ কি করে এলো ! এখানে তো জলের নিচে অনেক পাহাড় আছে । তাই তো সার্চ লাইট ফেলে জাহাজ এর গতি নির্ধারণ করা হয় । পরিস্কার দেখলেন জাহাজ এর গায়ে লেখা ” ইস্ট ইন্ডিয়া কোম্পানি” । তার ই নিচে লেখা ” ক্যাপ্টেন ব্ল্যাকমোর’স রেজিমেন্ট ” । জাহাজ এর নাবিক মাথার টুপি খুলে উইশ করছে তাঁকে । উঠে দাঁড়ালেন ডক্টর চার্লস। তবে কি এই নাবিক ই ব্ল্যাক মোরের ঘোস্ট? না না । ঘোস্ট বলে কিছুই নেই । ঘোস্ট থাক বা না থাক তাকে জানতেই হবে ব্ল্যাক মোরের শেষ কথা । কেন তাঁকে নেটিভ রা মেরে ফেলেছিল ? মানুষ হিসেবে তো তিনি খারাপ ছিলেন না । হিন্দুদের মন্দির করে দিয়েছিলেন।
চমকে উঠলেন ডক্টর চার্লস । কানে এল গর্জন- মার্চ ফাস্ট । আবার গর্জন–“রাইট টার্ন “। “ফরওয়ার্ড ” । কানে এল অসংখ্য পদ শব্দ –খটা খট খটাখট করে চলেছে অগুনতি সিপাহি । ডক্টর চার্লস ভাবলেন, এত দূরে কোস্টাল ব্যাটারি । কিন্তু শব্দ টা পেছনে মনে হচ্ছে । ঐ শব্দ এখানে আসার কথা নয় । এ ও কি মনের ভুল ? এবার শুরু হল গ্রনেড এর শব্দ । মনে হল ঝাঁঝরা করে দিল সবাই কে । পিছু ফিরে দেখলেন সিপাহী -রা মাটিতে লুটিয়ে পড়ে আছে । নজর গেল জাহাজ এর দিকে । তখনও জাহাজ দাঁড়ানো। দু’জন নাবিক জাহাজ থেকে গ্রেনেড চালাতে চালাতে উল্লাসে ফেটে পড়ছে । চেহারায় বোঝা গেল এরা ইউরোপিয়ান । ডক্টর চার্লস এর পিঠে হাত পড়তেই চমক ভাঙ্গল । পিছু ফিরে দেখলেন পেছনে দাঁড়িয়ে স্ত্রী এমিলি । এমিলি- ঠান্ডা লাগবে, ঘরে চলো ।
ঘরে ঢুকে ও সেই দৃশ্য ভুললেন না তিনি । সিপাহিদের নির্বিচারে মেরেছিল ইংরেজ রা । তার ই শোধ তুলেছিল সিপাহিরা । গভর্নর আর হোমরা চোমরাদের বন্দী করেই ছাড়ে নি ,এই ভাবেই গ্রেনেড চালিয়ে মেরে ফেলে ছিল । এ সবই অনেক পড়াশোনা করে জেনেছেন ডক্টর চার্লস ।