নামটা আমার অর্জুন ওরে
তাই করছি দরাদরি,
আমার কথা না মানলে তোর
আর হবেনা চাকরি ।
কামিনী আর কাঞ্চন নিয়ে
বিলাসবহুল ফ্ল্যাটে শুয়ে ।
ভদ্দরলোকের মুখোশ পড়ে
করি দলের উমেদারি
আমার কথা না মানলে তোর
আর হবেনা চাকরি ।
ও সে নাকের নিমাই
করে তলায় কামাই
কৃষ্ণসখা নামধারী
মহিলা সঙ্গ করেও বলে
আমি ব্রহ্মচারী ।
সে কুত্তার নামে ফ্ল্যাট কেনে
ঘরে বসে ঘুষের টাকা গানে
পরলে ধরা ইডির জালে
বলে বুকের ব্যথায় মরি
কোটি টাকা কামিয়ে বলে
আমি ব্রহ্মচারী ।
তার যে দেখি টেস্ট যে আছে
অষ্টাদশী থেকে পঞ্চাশে গেছে
অনেক দালাল তাকে ঘিরে
অগুন্তি সম্পত্তি খরিদ করে,
বলে আমি ব্রহ্মচারী ।
জেলের হাত থেকে বাঁচতে গেল
চেনা হাসপাতালের রিপোর্ট বাগাল
যেই না এইমসে পড়ল ধরা
ঘামে তুমুল দড়দড়ি
হাজার কোম্পানির মালিক হয়েও
বলে আমি ব্রহ্মচারী ।
দেখতে যদিও লাগে জলহস্থী
কচি মাইয়াদের সাথে করে মস্তি
গন্ডারের চামড়ার জামা গায়ে
কথায় ছোটায় মিথ্যের ফুলঝুরি
আগাগোড়া দূর্নীতিতে ভরেও
বলে, আমি ব্রহ্মচারী ।