একটি প্রেমের কবিতা লিখতে গিয়ে
লিখে ফেললাম আগুন, তারপর ঝলসে
গেল আমার গোটা শরীর, মনটাকে ব্যস্ত
রাখতে শুনলাম রাগ বাসন্তী, তবু প্রেম
এলো না জীবনে, সব রাগ অনুরাগ হয়ে
ঝরে পড়লো পাতায়, তারপর
বেহিসেবী জীবনটা
নিয়ে ঘুরে বেড়ালাম এ প্রান্তর থেকে
অন্য প্রান্তরে, ক্লান্ত ,অবসন্ন, ব্যর্থ হৃদয়ে
কবিতা লিখতে বসলাম , দেখলাম লেখাগুলো প্রজাপতি হয়ে উড়ে গেল জানলা দিয়ে।
তবু আমি বইগুলোকে আঁকড়ে ধরলাম
যদি এক টুকরো প্রেম জীবন্ত হয়ে
আমার কাছে আসে।
আমার কাছে এলো সমুদ্র গর্জন
সন্দেশখালি, মাকড়দহ, মগরাহাট, আরো
কত কথা, চোখের জলে ভেসে যাচ্ছে পাতা,
মনের ভেতরে প্রতিবাদ এসে
দরজায় ধাক্কা দিচ্ছে ।
আমি আর প্রেমের কবিতা লিখতে পারলাম না।