রাতের হাহাকার দিচ্ছে আবার হাতছানি
যেন জানান দেয় ফিরে আসা নিরুত্তর কষ্ট,
মিথ্যে আবেগেরা বলে ওঠে সত্যি তুই একা
নিরালোকে মেশে আমার সাজানো সব স্বপ্ন ।
ভুলে গেলো হঠাৎ করে, আমায় ফেলে রেখে একা
যে শ্রান্ত দেহে খুঁজতো ঘুম, কল্পে আমার কোলে,
চেয়ে থাকে আমার আকুল আকাঙ্ক্ষা তার আশায়
সেই কোল আজ ভোরে যায় আমার আঁখির অশ্রু জলে ।
বারংবার অন্ধকারে হাতড়ে মরে অব্যক্ত স্মৃতি
নিশীথে একাকী বসে কারোর অপেক্ষায়,
” বুঝবে না ” সে বুকের গহীনে জমে ওঠা ক্লেশ
তার অনুভূতিরা ক্রমে বুঝি হয়ে ওঠে মৃতপ্রায় ।
অস্ফুট রাগ অভিমান গর্জে ওঠে বিষন্নতায়
বোঝাতে চাওয়া না বলা কথা রূপ নেয় ইমোজিতে,
ভালোলাগা যেন ফিকে হয় তার অপ্রত্যাশিত হৃদয়ে
বোধহয় আবার হারিয়ে যাব ব্যর্থ প্রেমের কবিতার ভীড়ে ।