ভেবেছিনু যতোই জীবনের পরীক্ষা নিরীক্ষার ছক্কা পাক্কা।
স্বপ্ন হলো মরীচিকা নেশার তৃষা-আখ্যা-ব্যাখ্যাতে ধাক্কা।
আপনজনার আবেগী দেখা,প্রেমভরে লেখা, হাকা-ডাকা।
সাজে প্রেমপত্রের সুলেখা সংখ্যা ও একদিন ফাঁকা।
আশা রাখা , ভালোবাসার ফুল সাজে বিহ্বল অপেক্ষা।
সুনিবিড় বেদনাতে লুপ্ত ভাষা- তীব্র দহনের প্রতীক্ষা।
আজ আঁখির কণীনিকায় ধূসর কুয়াশা ঘনায় ঝরোকা মাখা।
হারায়ে সকল প্রেম দিশাহারা বৈরাগী মন হলো বাঁকা।
স্তব্ধ চলন বলন, উচাটন সমীরণ ,দীর্ঘশ্বাস প্রতিক্ষণ।
দহনে জ্বলন মরণে স্যাঁকা ছলনাময়ী ভালোবাসার নিমন্ত্রণ।