ব্যর্থতা খড়ে ছাওয়া পর্ণকুটির
ছাউনি হয়েছে আজ ক্রন্দনের ।
মনের জেহাদ ঘোষণায় উৎকণ্ঠীত শতপ্রাণ
নির্বাক হয়েছে আজ ছাউনির কাছে এসে । থমকে দাঁড়িয়ে পড়ে পদাতিক
কাঁটায় ভরা পথ;
যুদ্ধের ঢাক বেজেছিল,
শোনা যায়নি ঘর থেকে
বড় ক্ষীণ আওয়াজ, ঢাকা পড়ে গেছে
ব্যর্থতার বিকট শব্দের আড়ালে ।
তাই সাড়া পড়েনি দ্বারে দ্বারে
হয়নি যুদ্ধের কোন আয়োজন ৷
অথবা বাজনা শুনেও আসতে পারেনি অনেকে
ঘরেতেই ব্যস্ত ছিল বিদ্রোহ দমনে ।
ছাউনির অন্তরালে লুকিয়ে আছে
এক অসহ্য যন্ত্রনা
এক ব্যর্থতার জ্বালা
কাঁদে নিশীথ রাতে, দূরে রণাঙ্গন
যেতে হবে প্রত্যক্ষ সমরে ।
পর্ণকুটিরের পাতা কাঁপে থরথর,
ক্রন্দনের রোল –
তৃষ্ণা অনাহার নিত্য সঙ্গী;
তবু ছাউনিতে বসে গড়া হয় পরিকল্পনা দূর্গজয়ের ।
দেখা হয় স্বপ্ন, সুশীতল বারি
খাদ্যে ভরা সিংহদুয়ারের ।
ব্যর্থতার আড়ালে তাই রয়ে যায় একটা জেহাদ
বিজয়ের,
উপড়ে ফেলার চেষ্টায় মনের জ্বালা
কিন্তু এযে ব্যর্থতার খড়ে ছাওয়া ছাউনি
তাই মাঝে মাঝে অন্ধকার নেমে আসে, কিন্তু এই ব্যর্থতা এবং
তারপর অবশিষ্ট থাকবে একদিন
বিজয়ের মলিন শুকনো মালা ।