উচ্চ নীচ বংশ নিয়ে
ভাবনা করা মিছে,
ব্যবহারেই পরিচয় তার
মিলবে জেনো পিছে।
উচ্চ বংশ জন্ম নিয়েও
জ্ঞানী কি হয় সবে?
রুক্ষ স্বভাব হলে তারে
মন্দ সবাই ক’বে।
নীচ বংশে জাত হলেও
শিক্ষা ভালো নিলে,
মানবতার বোধের পরশ
তাঁহার মাঝে মিলে।
ফুলকে যেমন যায়গো চেনা
সুবাস টা তার নিয়ে,
মানুষজনার ব্যবহারেই
মুগ্ধ করে হিয়ে।
ধনী- গরিব উচ্চ– নীচ
তফাৎ সদাই রবে,
ব্যবহারেই চিনবে তাঁকে
দেশ- সমাজের সবে।