ঝরো ঝরো বারি ধারা ভেজা আঁখি পাতে,
মনে পড়ে কত কথা দিদি গেছো চলে
চলে গেছো বহু দূরে তারা গুণি রাতে
দিদি তুমি ভালো থেকো তারাদের দলে।
প্রতিদিন ভাবি আমি এই বুঝি এলে
ডাক্তারের গাফিলতি চলে গেলে তুমি
প্রতীক্ষায় দিন কাটে বকা দেয় ছেলে
সারাদিন অশ্রুপাত কাঁদে দেখো ভূমি।
দিদি তুমি বহুদূরে তারাদের দেশে,
স্মৃতি গুলো শুধু কাঁদে সব মনে পড়ে,
জেগে দেখি তুমি যেন সাদা শাড়ি বেশে।
একাকিত্বে ঘুম ভাঙে তুমি নেই ঘরে।
অঝরেতে বৃষ্টি নামে একা একা লাগে
মাঝরাতে ঘুম চোখে চমক যে জাগে।