আমার সমস্ত ভালোলাগার পর যেটুকু মন্দলাগার
তার তিন ভাগ জল ,একভাগ স্থল
আর খানিকটা সুদূর…
যাপন মুহূর্তগুলো গভীর গোপন থেকে
ওঠে আসে যখন—
আমার ভালোলাগাগুলো দিয়ে স্বপ্ন আঁকি,শব্দ আঁকি
মনখারাপগুলো নিয়ে রেখে আসি জলে
ফিরে তাকাই যখন দেখি,
স্থলের অতলেও রয়েছে সেই জল
‘গভীর ও নিরঙ্কুশ’
…
জল ‘নদীর ভাষায় কথা বলে’ সারাক্ষণ
আর যে খানিকটা সুদূর
সেখানে গল্প ও গানে জমিয়ে রাখি
জীবনের যত ধ্বনিময় স্মৃতি
ও অপার অনন্ত সৃষ্টির সঞ্চয়
যা আমাকে ঋদ্ধ করে,বিদ্ধ করে ও মুগ্ধ করে
যেখান থেকে আমার কবিতা পায় তীব্র ও ভীষণ ।
আমি হাসি, কান্না ও স্বপ্ন পান করতে করতে আর
অক্ষর বানাতে বানাতে গভীর ও গম্ভীর হয়ে উঠি খুব ।