সারা সকাল ধরে বসে ভাবি মনে মনে,
হিসেব মেলার কত বাকী, কতই গেছে ঋণে।
এমনি করেই কাটে আমার দিনের পরে দিন,
দিন ফুরালে রাত্রে ভাবি আমরা হব তিন।
হয়না হওয়া এই ব্যথাটা গোপন মনে বাজে,
থাকবো না আর ভাসবো নাকো নিত্য নতুন সাজে
ভুলতে চেয়ে কষ্টে কিনি অন্তত একদিন,
সুর কেটে যায় জংলী ব্যথায় বুক করে চিনচিন।
ফুলতো মোদের সবার চেনা কেমন অবহেলে,
নিলাজ হয়ে গন্ধ শুঁকে দিলাম ছুঁড়ে ফেলে।
সেতো আমার গোপন প্রাণের আপন ছিল কত,
ক্যামনে ভুলি সবুজ বেলার স্মৃতির পাতা যত।
পারিনি তায় বোবা ব্যথায় আকাশটা হয় ম্লান,
উদাস বাতাস ঝাপ্টা মারে ফুল কলিরা ম্লান।
তখন যদি নিতাম বুঝে আমিই নয়কো সব,
আসে পাশের পঞ্চভূতে করছে কলরব।
আমি সেথায় গৌণ হয়ে মৌন হয়ে ভাবি,
কী ভেবেছি হলই বা কী কি দিয়ে মাছ ঢাকি।