বৈশাখের দাবদাহে আমি যখন দগ্ধ
সবুজের সমারোহে নিয়ে তখনি তুমি
সামনে এসে দাঁড়ালে !
তোমার ওই স্নিগ্ধ কোমল দৃষ্টিপাত
দেবপ্রয়াগের অলকানন্দার
শীতল জলে অবগাহনের স্পর্শ এনে দিলো !
বহুরাত অনিদ্রায় থেকে ভালোবাসার কাছেই নতজানু অমোঘ নিয়তির মতো !
ও আমার সবুজ বাতায়ন-তোমার ওই
হাতের উষ্ণতায় আমি দীপ্ত হই শান্ত হই !
তোমার মুখের রেখায় যে দুঃখ কথাগুলো আছে,
ঝর্ণার মতো, সেগুলো ঢেলে দাও না কেন?
আমি চমকে চমকে সেগুলো স্পর্শ করতে চাই,
আড়ালে রেখে কষ্ট কেন পাও একাই!
অপরাধীর কাঠগড়ায় কেন নিজেকে?
সব অপরাধ তো আমারই শুধুই আমার!
অনেক দুঃখ্যের সাগর পাড়ি দিয়ে
তোমার কাছে আসা !
শুধূ একবার তোমার নান্দনিক স্পর্শে,
বৈশাখী বসন্ত এনে দাও আমার জীবনে !