রতিপতির মুখে কুলুপ আঁটা
টু শব্দটিও বেপাত্তা
শুক্রাণুদের নিয়ে ছেলেখেলা
আর নয়কো ঠাট্টা।
শুধুই দেখি এলেবেলে কাম
গুমরে গুমরে কাঁদে
দেবাসনটি নিয়েছে কেড়ে
মাথার ওর ছাদে।
আহার-নিদ্রার পরেও যেটি
থাকুক না পক্ষাঘাতে
পাতাল ছেড়ে জাগতে চেয়ে
উঠছি তাই না জাতে।
রতির দুঃখে নেই পরোয়া
সামলাতে ভালো জানি
কুলুকুলু স্রোতের ধারায়
চলুক না কানাকানি।
তৃপ্তিতে চোখ তবুও বোঁজে
কামুক-খোলস ছেড়ে
প্রেম পেল যে ভিন্ন মাত্রা
অকাম-নদীর পাড়ে।