দেখাতে আসবে তোমার ঢং,
পিচকারিতে খেলবে রং
রঙ মাখিয়ে সাজাব সং
চলবে না কথার ছং বং?
ফাগুন যাদুতে রঙের আবেশ
শব্দ ভান্ডার হল নাকি শেষ?
না,রং তো সবই আছে ঠিক
পিচকারিটা মাঝে মাঝে হচ্ছে বেঠিক।
মনে যখন রং ধরেছে
আর পিচকারিটা বেসুরো গাইছে?
জানত আমার বালতি আছে
গুলেছি জলে রং লালচে।
হয়েছে ভাবনায় মনটা ভারি
কাজ করে না তোমার পিচকারি
খেলবে কেমনে রং ভরি?
এখন যে আমি কি করি?
তাই বলে আসতে তো নেই মানা
ঢালব রং কিছুতেই আর ছাড়ব না
মনের ঘরে রং লেগেছে,
প্রকৃতিও ফাগুন রঙে সেজেছে।