বেশ ভালো আছি।
সূচিন্তনের ভেতর বসত গড়ে
সুগম সরণী বেয়ে যেতে যেতে
আচমকা নন্দনকানন!
এখানে নেই পশুদের হুঙ্কার
তরবারির ঘৃণ্য টংকার।
বেশ ভালো আছি।
অশুভ থাবার থেকে দূর বহুদূরে
সৌরভের এক ললিত ঘেরাটোপে
আমেজের নরম স্রোত!
তখন কোথায় দানবের পদচারণ
শুধুই সুবাসে ভরপুর হরবখত।
বেশ ভালো আছি।
সুচেতনার আল বেয়ে চলতে চলতে
দৈন্যের ঝুলগুলো অক্লেশে ঝেড়ে ফেলে
পৌঁছনো আরামের দেশে,
সেখানে কাঙালের পোশাক খুলে
রাজবেশের কল্পনায় মনটা ভাসে।