নীরবতা কিছু ভাষা খোঁজে,
জমে থাকা শ্যাওলার বুকে অনাবিষ্কৃত ঘ্রাণ,
শক্ত মুঠির প্রতিশ্রুতি ক্ষয়হীন বিশ্বাসে,
নীল নদের রহস্য, বিশাল ঐশ্বর্য গভীরে,
বিশ্বাস আঁকড়ে বৃক্ষের জড়ে,
এই তো ঠিকানা ভালোবাসা যেখানে গাঢ় হয়,
মারসার বুকে উল্কাপিন্ড জীবন যেখানে উদ্ভাসিত,
শিরা-উপশিরায় সত্যের দীর্ঘ অপেক্ষা,
এক অবিশ্বাস্য অদৃশ্য সুতোর বাঁধনে,
মহাযোগনিদ্রায় থমকে আছে সময়ে।
সর্বরিক্ত হয়ে বেলা শেষে চেয়ে থাকে সন্ধ্যা তারার পানে,
শক্ত মলাটের বাঁধন।
ক্ষয়হীন পরশপাথর জ্বেলে দেয় দীপ মৌন ছায়াপথে,
ঊষর মরুভূমিতে নিঃশব্দে খনন চলে ভালোবাসার সন্ধানে,
তরুণ ফারাও তুমি জীবীত প্রত্নতত্বের ইতিহাসে,
জীবিত তুমি ভূমধ্যসাগরের গভীরে।
যন্ত্রনাক্লিষ্ট কালো রহস্যের আবরণে নয়,
রত্নখচিত লিপিতে ভালোবাসার স্মৃতি গড়ে।
আদিম প্রেয়সীর টানে ময়দানবের অলকাপুরী গড়ে।
যদি বলি ভালোবাসা এরে কয়!