বেলা আটটার কমে
খোলে না তো চোখ সে।
সামলাতে পারে না যে
নিদ্রার ঝোঁক সে।
জরিমানা হলে বলে,–
“এসেছি যে মা ফেলে,
আমার চলে না দিন
মাইনেটা না পেলে।
তোমার চলবে কাজ
যে ক’রেই হোক সে,
আমারে অচল করে
মাইনের শোক সে।’
Home » বেলা আটটার কমে || Rabindranath Tagore
বেলা আটটার কমে || Rabindranath Tagore
- কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- 1 min read
সম্পর্কিত পোস্ট
সূর্য ও ফুল (মহীয়সী মহিমার আগ্নেয় কুসুম) || Rabindranath Tagore
- কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- 1 min read
মহীয়সী মহিমার আগ্নেয় কুসুমসূর্য, ধায় লভিবারে বিশ্রামের ঘুম।ভাঙা এক ভিত্তি-‘পরে…
সম্মিলন (সেথায় কপোত-বধূ লতার আড়ালে) || Rabindranath Tagore
- কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- 2 min read
সেথায় কপোত-বধূ লতার আড়ালেদিবানিশি গাহে শুধু প্রেমের বিলাপ।নবীন চাঁদের করে…
বিসর্জন (যে তোরে বাসেরে ভালো, তারে ভালোবেসে বাছা) || Rabindranath Tagore
- কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- 1 min read
যে তোরে বাসেরে ভালো, তারে ভালোবেসে বাছা,চিরকাল সুখে তুই রোস্।বিদায়!…