বেমানান সন্তান
গরীবের ঘরে তিন মেয়ের পর আবার সন্তান আসার খুশি ঠিক নুন কম হয়েছে তাও খেতে হবে তরকারি lছেলের আশায় তিন তিনটে মেয়ে হয়েছে,এ যেন শিরে সংক্রান্তি l এবার ছেলে হবে এই আশায় দিন কাটে মাধবীর l এলো সেই দিন প্রতীক্ষা র প্রহর শেষ হলো l একটা ফুটফুটে সন্তান জন্ম নিলো.. কিন্তু একি নার্স দেখে বাইরে বেরিয়েছে বলতে পারছে না কেনো,ছেলে হলো না কি মেয়ে l অন্যদিকে মাধবীর বর যাদব এর জানার আগ্রহ বেড়েই চলেছে l শেষে নার্স বলেই দিলো আপনাদের ঘরে তৃতীয় লিঙ্গের জন্ম হয়েছে l শুনে সব অবাক ‘সেটা এবার কি? ‘দিন আনা দিন খাওয়া কম লেখা পড়া জানা ঘরে এই শব্দ টা অচেনা l বুঝতে না পেরে যাদব ছুটে গেলো ডাক্তার এর কাছে l মাধবী তখন অজ্ঞান.. জ্ঞান ফিরে জানতে চায় তার সন্তান কেমন আছে? ছেলে হয়েছে তো? সেদিন ঐ সরকারি হাসপাতালে ভিড় জমেছিলো ঐ অবাক করা সন্তান কে দেখার জন্য l
মাধবী শুনলো সবটা… কিন্তু সে যে “মা” সব টাই মেনে নিলো l সন্তান কে বুকের দুধ ও দিলো l কিন্তু যাদব মানতে নারাজ, বাচ্চা বদল হয়েছে রব উঠলো l গ্রামের লোক রা হাসপাতালে গন্ডগোল করলেও কোনো লাভ হলো না l মাধবীর আর তার সন্তানের ছুটি হলো… কিন্তু বাড়ি যাওয়া হবে না সেটা যাদব খুব পরিষ্কার জানিয়ে দিল মাধবীকে l বাপের বাড়ি এক কোণায় জায়গা পেলো ঠিক ই মাধবী কিন্তু খাওয়ার কোনো পাত্তা নেই, মা বাপ যে মরেছে তার অনেক বছর আগেই l অভাগী মাধবী ওর সন্তান কে নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে লাগলো l জীবিকা হিসাবে বিড়ি বাঁধা বেছে নিলো l
বর আর খোঁজ নেয় না.. এক ভাবে অনাহারে, আধপেটা খেয়ে কাটছে দিন l এমন সময় এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত… কিন্নরী রা বাড়ির দোর গোড়ায় এসে হাজির ঐ দুধের সন্তান কে তাদের সাথে নিয়ে যাবে বলে l সমাজে নাকি এমন টাই নিয়ম… সাধারণ মানুষের মাঝে তারা বেমানান l কিন্তু এই বেমানান সন্তান যে একজন মায়ের বেঁচে থাকার একমাত্র সাহার সেটা সমাজ বুঝলো না l কেড়ে নিয়ে গেলো তারা মায়ের কোল থেকে সমাজের বেমানান সন্তানকে l
আজ একটাই প্রশ্ন কেনো এই নিয়ম? কেনো তৃতীয় লিঙ্গের মানুষ সমাজে গ্রহণ যোগ্য নয়? কেনো তাদের জগৎ অন্য?? পাঠক বৃন্দের কাছে রইলো মাধবী রুপী অভাগী মায়ের আর্তনাদ… উত্তর চাই ll