ঝুড়ি ভরে ডিগ্রি নিয়ে
ফিরি হন্যে হয়ে,
নো- ভেকেন্সির নোটিশ দেখে
আশা যাচ্ছে ক্ষয়ে।
পিতা মাতা কষ্ট করে
দিলেন কত শিক্ষা,
তাঁদের সুখে রাখার আশে
নিত্য চাকরির ভিক্ষা।
কর্মহীনে অসহায়ে
মনে বিষম জ্বালা,
অবহেলা অপমানে
পরান ফালা ফালা।
কপাল মন্দ নেইকো ছন্দ
লজ্জাতে মুখ ঢাকি,
আপন স্বজন করে বর্জন
ক্যামনে বেঁচে থাকি!
বন্ধু বান্ধব রয় না পাশে
দুঃসময়টা হলে,
তুষের আগুন দিনে-রাতে
বুকের মাঝে জ্বলে।