চিন্তা জ্বরে মানুষ মরে পেঁয়াজ কেজি আশি,
তেলের দামে আকাশ ছোঁয়া ভাবনা মনে রাশি।
গরিব দুখী কপালে হাত যায়না শুনে হাটে,
অভাব ঘরে বারোটা মাস দুখে দিনটা কাটে।
নিত্যদিনে চাই যে ঘরে তেল -সব্জি আটা
চালটা কিনে তেলটা নিতে টাকায় পড়ে ভাটা,
সিন্ডিকেটে কেরামতিতে দাম বাড়িয়ে তুলে
লোভের চোখে আগুন জ্বলে মানবতাই ভুলে।
মুনাফা লুটে ভরছে যারা সঞ্চয়ের ভান্ড
আমজনতা খাচ্ছে খাবি দেখে আজব কান্ড,
দীন দুখীরা কাঁদছে বসে মুখেতে নেই ভাষা
মজুতদার গোঁফেতে তেল আছে বেজায় খাসা।
ধনীরা বেশ সুখেই আছে সুখের হাসি মুখে
তাকায় নাকো কখনো কেউ অসহায়ের দুখে।
মেহনতের ফলে গরিব যেটুকু আনে ঘরে
নুন আনতে পান্তা শেষ বাঁচে কেমন করে!
ভোট টা এলে আমজনতা দামী নেতার কাছে
মিঠে কথায় মন ভুলিয়ে ভোট বায়না যাচে,
দীন দুখীরা কাটায় দিন ধার দেনাটা করে
প্রভুর নাম শরণ করে কর্মে মন ভরে।।