উর্বশীর অভিশাপে , পার্থ ধনুর্ধর ,
বৃহন্নলা পরিচয় , পান ধরা ‘ পরে।
সেই হতে শব্দখানি , প্রচলিত আজো,
আছে বৃহন্নলা জাতি , যুগ যুগ ধরে।
কিন্নর বা দীর্ঘভূজা , তৃতীয়া প্রকৃতি ,
নপুংসক উভলিঙ্গ ,অথবা হিজিড়া ।
বলে ডাকি তাহাদের , ভাবি নাকো কেহ ,
শোক দুঃখে ভরে যায় , হৃদয় পিঞ্জিরা।
কেউ বলে অভিশাপ , পিতামাতা দোষে ,
কেহ বলে প্রকৃতির , খেয়ালেতে গড়া ।
লাঞ্ছনা বঞ্চনা আর , শত কটু কথা ,
গলায় তাহার যেন , মালা করে পরা।
হাসিমুখে থাকে সদা , হৃদে লয়ে দুখ ,
হাসির আড়ালে হেরি , সদানন্দ মুখ।
নাচ গানে কাটে তার , হাতে সদা তালি,
বরষে শিশুর মাথে , আশিসের ডালি ।
অবহেলা বঞ্চনার ,কবে হবে শেষ ,
কবে হবে জীবনেতে , সুখের উন্মেষ।
সমাজের সকলেরে , বলি এই কথা ,
একবার ভেবে দেখো ,ইহাদের ব্যথা।